৪১ মাস পর মুমিনুলের সেঞ্চুরি
নতুন সময় প্রতিবেদক
|
কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয় ৩৫ ওভার। এরপর বৃষ্টিতে টানা দুই দিনের খেলা হয় পরিত্যক্ত। অবশেষে মাঠে গড়িয়েছে তৃতীয় দিনের খেলা। শুরুতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। টেস্টে সবশেষ ২০২১ সালের ২১ এপ্রিল সেঞ্চুরি করেন মুমিনুল। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৭ রান করেন তিনি। প্রায় ৪১ মাস পর শতকের দেখা পেলেন মুমিনুল। এটি তার ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে ১৭২ বলে শতক তুলে নিয়েছেন মুমিনুল। মুমিনুল হক ৮১ বলে ৪০ ও মুশফিকুর রহিম ১৩ বলে ৬ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন। দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান মুশফিক। দলীয় ১১২ রানে ৩২ বলে ১১ রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। তবে সুবিধা করতে পারেননি লিটন। দলীয় ১৪৮ রানে ৩০ বলে ১৩ রান করে আউট হন লিটন। তার বিদায়ের পর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান। ১৭ বলে ৯ রান করেন তিনি। একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রাখেন মুমিনুল। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। ১৭২ বলে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। সেঞ্চুরি তুলে নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। ৬৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে টাইগাররা। মুমিনুল ১৭৬ বলে ১০২ ও মিরাজ ২৬ বলে ৯ রানে অপরাজিত আছেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |