বাগমারার সাবেক ২ এমপিসহ ৭৩ জনের নামে মামলা
নতুন সময় প্রতিনিধি
|
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক দুই সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদ, এনামুল হকসহ ৭৩ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ভুক্তভোগী মুনছুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিতে যুবদল নেতা মুনছুর রহমান মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর ভবানীগঞ্জে আসছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভবানীগঞ্জ কারিগরি কলেজের সামনে পৌঁছালে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা লাঠি, হকিস্টিক, রামদা ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় মুনছুর রহমান দৌড়ে পালানোর সময় ধানখেতের ভেতরে পড়ে যান। সেখানেই তাঁর ওপর হামলা চালানো হয়। তাঁর পকেটে থাকা আট হাজার টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা। তাঁকে পিটিয়ে জখম করার পর তাঁর ডান পায়ে যুবলীগের নেতা সোহেল রানা ও বাঁ পায়ে গুলি করেন যুবলীগ নেতা শাহিন ইসলাম। একটি গুলি মুনছুর রহমানের পায়ের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। আরেকটি গুলি পায়ে আটকে যায়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম মামলা হওয়ার তথ্য গণমাধ্যমের কাছে নিশ্চিত করে তিনি বলেন, ‘দুই এমপিসহ ৭৩ জনের নামে এবং অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।’
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |