ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজে মালিকানা থাকার সংবাদটি অসত্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 September, 2024, 12:55 PM

ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজে মালিকানা থাকার সংবাদটি অসত্য

ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজে মালিকানা থাকার সংবাদটি অসত্য

বিভিন্ন প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, মিডিয়াগুলো দাবি করছে এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিঃ কোম্পানিটি আমার মালিকানাধীন এবং কোম্পানির সিংহভাগ শেয়ারের মালিক আমি, আমার স্ত্রী ও আমার ছেলে-মেয়ে। নতুন সময়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে  সাবেক রাজস্ব কর্মকর্তা ড. মোঃ মতিউর রহমান এ দাবি করেন।

তিনি জানান, প্রকৃতপক্ষে বাস্তবতা হচ্ছে যে, আমি, আমার স্ত্রী ও আমার ছেলে-মেয়ে সরাসরি এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিঃ এর কোন শেয়ার ধারণ করি না। তবে আমার মেয়ে ফারজানা রহমান ইপশিতা গ্লোবাল সুজ লিঃ এর ২১.৩৫% শেয়ার ধারণ করেন এবং গ্লোবাল সুজ লিঃ এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিঃ এর ২.৭২ শতাংশ শেয়ার ধারণ করে। 

এখানে দেখা যায় যে, আমার মেয়ে এসকে ট্রিমস এন্ড ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ০.৫৮ শতাংশ শেয়ার পরোক্ষভাবে ধারণ করেন, যা তিনি তার বৈধ আয় দ্বারা বিনিয়োগ করেন। আমার মেয়ে বিবাহিত এবং তিনি আমার উপর নির্ভরশীল নন।

এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিঃ এর মতো একটি পাবলিক লিমিটেড কোম্পানিকে আমার কোম্পানি বলে সকল জাতীয় মিডিয়াতে প্রকাশ করছে যেটা অত্যন্ত দুঃখজনক ও মোটেও কাম্য নয়। আমার জানামতে এসকে ট্রিমস এন্ড ইন্ডাষ্ট্রিজ লিঃ একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগং স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত এবং এর প্রায় ৭০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারী ধারণ করেন। মিডিয়াতে সঠিক তথ্য প্রকাশিত না হওয়ার কারণে যেমন বিনিয়োগকারীরা, কোম্পানি ও কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক তেমনভাবে দেশের বৈদেশিক মুদ্রা আয়ও বাধার সম্মুখীন হচ্ছে সাথে সাথে সরকার তার রাজস্ব হারাচ্ছে।

প্রত্যেকটি জাতীয় গণমাধ্যম আমাকে ও এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে জড়িয়ে ফলাও করে সংবাদ প্রকাশ করে যাচ্ছে বিগত জুন, ২০২৪ ইং তারিখ থেকে। যেহেতু আমি এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিঃ এর কোন শেয়ার ধারণ করি না এবং কোম্পানিটি তার নিজস্ব পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয় সেহেতু উক্ত কোম্পানির সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। তবে এক্ষেত্রে আমি মনে করি হয়ত শুরু থেকেই দেশের জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে রাখার জন্যই এই সংবাদ প্রচার করা হচ্ছে।

অতএব, আমি সকল জাতীয় পত্রিকা, ডিজিটাল মিডিয়া ও অন্যান্য গণমাধ্যমকে অনুরোধ করব যে, যেকোনো সংবাদ প্রকাশ করার পূর্বে এর সত্যতা যাচাই করে সঠিক ও বিশ্বাসযোগ্য সংবাদ প্রকাশ করবেন যাতে করে দেশের জনগন ও দেশের সরকার উপকৃত হয়। আপনাদের সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি।

ধন্যবাদান্তে
ড. মোঃ মতিউর রহমান
সদস্য, চলতি দায়িত্ব (অবসর প্রাপ্ত)
জাতীয় রাজস্ব বোর্ড
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status