সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দেশেই আছেন বলে তিনি নিজেই দাবি করেছেন।
এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশের কয়েকটি সংবাদমাধ্যমে ওবায়দুল হাসানের যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার খবর প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদে দাবি করা হয়, ‘গত শুক্রবার (৩০ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের চাপে পদত্যাগ করা সাবেক এ প্রধান বিচারপতি।’ তবে মঙ্গলবার বিশেষ সূত্রে জানা যায়, সাবেক এই প্রধান বিচারপতি দেশেই আছেন।
এদিন একটি গণমাধ্যমকে ওবায়দুল হাসান বলেন, আমি ঢাকায় আছি। আমি দেশ ছেড়ে যাইনি। কোনো কোনো গণমাধ্যমে আমি দেশ ছেড়েছি বলে যে খবর দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার লাল পাসপোর্ট সরকার বাতিল করেছে। তাই আমার দেশ ছাড়ার প্রশ্নই আসে না।
উল্লেখ্য, গত ১০ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান ওবায়দুল হাসান। পদত্যাগপত্রে তিনি লেখেন, সুপ্রিমকোর্ট বিল্ডিং এবং এর রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিগণকে শারীরিক হেনস্থা থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্ট ও রেকর্ড রুম রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো।