ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৫ জুন ২০২৫ ১ আষাঢ় ১৪৩২
টাঙ্গাইলে সাবেক প্রতিমন্ত্রী টিটু সহ তৃণমূলের ১২৯ জনের বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 3 September, 2024, 7:54 PM

টাঙ্গাইলে সাবেক প্রতিমন্ত্রী টিটু সহ তৃণমূলের  ১২৯ জনের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলে সাবেক প্রতিমন্ত্রী টিটু সহ তৃণমূলের ১২৯ জনের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, তার ভাই ভাই মজিবল হক পান্না,তারেক শামস খান হিমু, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল,নাগরপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,  বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও তৃণমূল নেতাকর্মীসহ ১২৯ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে ওই মামলার আইনজীবী অ্যাডভোকেট এম এ মালেক আদনান  বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (০২ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে মামলাটি করেন ঢাকার ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র মনির হোসেন। তিনি জেলার নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের নুরু মল্লিকের ছেলে।
ওই আদালতের বিচারক পশুপতি বিশ্বাস মামলাটি আমলে নিয়ে নাগরপুর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই নাগরপুর কলেজ গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও তার ভাই মজিবল হক পান্নার নির্দেশে আসামিরা আগ্নেয়াস্ত্র, দা, কুড়াল ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এসময় আসামিরা ফাঁকা গুলি ছুড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সেখানে ত্রাসের সৃষ্টি করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন। এ ঘটনায় বাদীসহ অন্তত ১০ জন আন্দোলনকারী আহত হন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মালেক আদনান জানান, দণ্ডবিধির কয়েকটি ধারাসহ দ্রুত বিচার আইনে মামলাটি করা হয়েছে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি নেন। পরে মামলাটি নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মঙ্গলবার সকালে ওই কোর্ট থেকে আমাকে নির্দেশের বিষয়টি জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status