ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩০ ভাদ্র ১৪৩১
এক নজরে বাংলাদেশের ৯টি টেস্ট সিরিজ জয়ের ইতিহাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 3 September, 2024, 6:51 PM

এক নজরে বাংলাদেশের ৯টি টেস্ট সিরিজ জয়ের ইতিহাস

এক নজরে বাংলাদেশের ৯টি টেস্ট সিরিজ জয়ের ইতিহাস

ভারতের বিপক্ষে এক ম্যাচের সিরিজ দিয়ে ২০০০ সালের ১০ নভেম্বরে শুরু হয়েছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাস। ২৪ বছর পেরোতে চললেও বড় দলগুলোর বিপক্ষে টেস্টে ভালো কিছু করতে না পারার আক্ষেপ ছিল টাইগারদের। ২০১৬ সালে ইংল্যান্ড এবং ২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র, এই ছিল টাইগারদের বড় দলগুলোর বিপক্ষে অর্জন।


২৪ বছরের ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ৭৫টি সিরিজ খেললেও বাংলাদেশ সিরিজ জিতেছিল মাত্র ৮টি। যা ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মতো ছোট দলগুলোর বিপক্ষে। তবে এবার বড় দলের বিপক্ষে সাফল্য পেয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্টে সিরিজে পাকিস্তানের মতো বড় দলকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

বাংলাদেশ এখনও পর্যন্ত মোট ৭৬টি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে মোট ৯টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সবশেষ পাকিস্তানের বিপক্ষে।


প্রথম: ২০০০ সালে টেস্ট বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাস শুরু হলেও টাইগারদের প্রথম সিরিজ জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে চার বছর। ২০০৪ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ।

সেবার প্রথম ম্যাচে ২২৬ রানে জয় পায় বাংলাদেশ। পরের ম্যাচে ড্র হলে ১-০ তে সিরিজ জেতে স্বাগতিকরা।

দ্বিতীয়: ২০০৪ সালে প্রথম টেস্ট ম্যাচ জিতলেও সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি টাইগাররা। যার ফলে দ্বিতীয় জয়ের জন্য তাদের অপেক্ষ করতে হয়েছে আরও পাঁচ বছর।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যায় বাংলাদেশ। যেখানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে প্রথমবার বিদেশের মাটিতে সিরিজ জয়ের ইতিহাস লিখে টাইগাররা।

তৃতীয়: বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়টা আসে জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৪ সালে ঘরের মাঠে তিন ম্যাচে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

এই সিরিজের তিন ম্যাচেই দাপুটে পারফরম্যান্স করেছে করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩ উইকেট, দ্বিতীয় ম্যাচে ১৬২ রান এবং চতুর্থ ম্যাচে ১৮৬ রানের জয় পায় বাংলাদেশ।

চতুর্থ: বাংলাদেশের চতুর্থ টেস্ট সিরিজের ট্রফিটা আসে ২০১৮ সালে। তৃতীয়টার থেকে চার পর বছর পর। সেবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

প্রথম ম্যাচে চট্টগ্রামে ৬৪ রান এবং দ্বিতীয় ম্যাচের মিরপুর ১৮৪ রানে পরাজিত হয় ক্যারিবিয়ানরা।

পঞ্চম: ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এক মাত্র টেস্টে ১০৬ রানের জয় পায় বাংলাদেশ। যা বাংলাদেশের পঞ্চম সিরিজ জয়।

ষষ্ঠ: বাংলাদেশে ষষ্ঠ টেস্ট সিরিজটাও জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২১ সালে রোডেশিয়ানদের ঘরের মাঠে এক মাত্র টেস্টে ২২০ রানের বড় জয় পায় টাইগাররা।

সপ্তম: ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে এক মাত্র টেস্টে মাঠে নেমেছিল আয়ারল্যান্ড। মিরপুরে টাইগারদের বিপক্ষে সেবার ৭ উইকেটে ব্যবধানে হেরেছিল আইরিশরা।

অষ্টম: ২০২৩ সালেই কেবল এক বছরে দুটি টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এপ্রিলের আয়ারল্যান্ডকে হারানোর পর জুনে আফগানদের বিপক্ষে ৫৪৬ রানের ইতিহাস গড়া জয় পায় টাইগাররা।

নবম: বাংলাদেশের নবম জয়টাই হতে সবচেয়ে স্মরণীয়। কারণ, প্রথমবার পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই সঙ্গে ২০২৪ সালের বড় অর্জনও হতে পারেনি এই ট্রফি। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে এই সিরিজ জিতেছে বাংলাদেশ।

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতের যাবে বাংলাদেশ দল। সেই সিরিজ দিয়ে ভারতের বিপক্ষে টেস্ট জয়ের খরা কাটাতে চাই টাইগাররা

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status