আট বছর গুম থাকা ঘটনার বর্ণনা দিচ্ছেন আবদুল্লাহিল আমান আযমী
নতুন সময় প্রতিবেদক
|
আট বছর গুম থাকার পর বাড়ি ফিরেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। গত ৭ আগস্ট মধ্যরাতে তিনি পরিবারের কাছে ফিরেছেন। এই ৮ বছর গুম থাকার পর সংবাদ সম্মেলনে এসে সেই সময়ের বর্ণনা দিচ্ছেন তিনি। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |