অমিতাভ-রেখাকে হাতেনাতে ধরেন জয়া, তারপর কী করেন অমিতাভ পত্নী?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 3 September, 2024, 2:10 PM
বলিউডের অন্দরমহলে অন্যতম চর্চিত জুটি রেখা ও অমিতাভ বচ্চন। তাদের এই জুটি পর্দায় একের পর এক হিট ছবি উপহার দিয়ে হিট জুটির তকমা ছিনিয়ে নিয়েছে। তবে এই জুটি কি বাস্তবেও প্রেম করছেন? সবকিছু ওপেন সিক্রেট থাকলেও অমিতাভ বচ্চন কোথাও এই বিষয় নিয়ে কখনও মুখ খোলেননি।
তবে আকার ইঙ্গিতে যা বোঝানোর সবটাই বুঝিয়ে দিয়েছিলেন রেখা। কিন্তু তারা চুপ থাকলেও জয়া বচ্চনের সংসারের ঝড় থেমে থাকেনি। তবে ভাঙন কিংবা ফাটল ধরতে দেননি তিনি কোনোদিন। স্থির করেছিলেন অমিতাভের সঙ্গেই সংসার করবেন তিনি। আর ঠিক সেই কারণেই শোনা যায়, জয়া বচ্চন নিজেকে সামলে রেখেছিলেন।
অমিতাভ-রেখার প্রেমের উপাখ্যান জয়ার সবটাই জানা ছিল। স্বামীকে নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে, সিনেমার শুটিং চলাকালীন একদিন জয়া আসেন অমিতাভের সঙ্গে দেখা করতে। তখনই অন্তরঙ্গ মুহূর্তে রেখার সঙ্গে স্বামীকে দেখে ফেলেন জয়া। তারপর নিজেকে আর সামলাতে পারেননি অমিতাভ পত্নী।
অমিতাভের প্রতি তার ভালবাসার কথা কখনও লুকিয়ে রাখেননি রেখা। বরং বারবার বলেছেন, তিনি ভালবেসেছেন কোনও স্বার্থ ছাড়া, কোনও কিছু পাওয়ার আশা ছাড়াই। বিয়ে বা কোনও কিছুর পাওয়ার আশায় এই সম্পর্কে জড়াননি।
একাধিকবার সিঁথিতে সিঁদুর পরতে দেখা গেছে রেখাকে। স্বামী নেই, তবুও কেনও সিঁদুর পরেন? এই প্রশ্নও বহুবার উঠেছে। অভিনেত্রীও সাক্ষাৎকারে বলেছেন, কাউকে একবার ভালবাসলে, তা সহজে মিলিয়ে যায় না। এর চেয়ে বেশি কিছু বলতে নারাজ তিনি।
অমিতাভ বিবাহিত অবস্থায় রেখার প্রেমে পড়েন। ‘দো আনজানে’ সিনেমার সেটে শুরু হয়েছিল তাদের প্রেম। তারা দেখা করতেন রেখার বন্ধুর একটি বাংলোতে।
একবার জয়া বচ্চন রেখাকে বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাকে সরাসরি জানিয়ে দেন- যাই ঘটুক না কেন তিনি তার স্বামীকে কখনই ছেড়ে যাবেন না।
১৯৮০ সালের দিকে রেখা-অমিতাভ জুটি মানেই একপ্রকার ছবি হিট। একটি ছবিতে অভিনয় করছিলেন ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, জিনাত আমান ও রেখা। ছবির নাম রাম বলরাম। এই ছবিতে অভিনয়ের জন্য বড় চাল চেলেছিলেন রেখা। তিনি তার চরিত্রের জন্য একটি টাকাও পারিশ্রমিক নেননি। যাতে তাকে কেউ তাকে সরিয়ে না দিতে পারে।