টাকার অভাবে ম্যাচ হচ্ছে না সাবিনাদের
নতুন সময় প্রতিবেদক
|
বাংলাদেশের নারী ফুটবলে আবারও টাকার সংকট! অক্টোবরে সাফ ফুটবলের আগে দুটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ কিন্তু আর্থিক সংকটের কারণে সাবিনা-মারিয়াদের ম্যাচ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাফুফে তাকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) এবং স্পন্সর প্রতিষ্ঠানের দিকে। আর্থিক সহযোগিতা পেলেই সাফের আগে দুটি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |