পঞ্চগড়ে জেমকন গ্রুপ ও মেজর রানার বিরুদ্ধে মানব বন্ধন
মুস্তাক আহমেদ,পঞ্চগড়
প্রকাশ: Monday, 2 September, 2024, 6:00 PM
পঞ্চগড়ে অবৈধভাবে ভুমি দখল ও প্রকৃত ভূমি মালিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগের ভিত্তিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানব বন্ধনে ভুক্ত ভোগী পরিবারের সদস্যরা জেমকনগ্রুপ ও মেজর রানার বিচার চেয়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক আব্দুল কাদের আন্দোলন কারীদের কাছে এসে স্মারকলিপি গ্রহন করেন।
০২ সেপ্টেম্বর ২০২৪ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন পঞ্চগড়ে জেনকন গ্রুপ ও মেজর রানা পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন সীমান্ত ও নদীর খাসজমি, বনবিভাগের জমি দখল করে চা কারখানা সহ গরুর ফার্ম বিনোদন কেন্দ্র গড়ে তুলেন। তিনটি উপজেলার প্রায় ২ শতাধিক আন্দোলনকারী মানববন্ধনে অংশগ্রহন করে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন জেমকন গ্রুপ ও মেজর রানা আমাদের সম্পত্তি ক্রয় না করিয়াও প্রসাসনের অসৎ কর্মকর্তাদের সহায়তায় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি কৌশলে জবর দখল করে আসছে। জেনকন গ্রুপ ও মেজর রানা কৃষি জমির নামে সরকারী খাস জমি, নদীর সীমানা, নদী দখল, বনবিভাগের জমি সহ বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে কাজী এন্ড কাজী টি এস্টেট, করতোয়া টি এস্টেট ও অর্গানিক অরিজিন ফার্মস লি ঃ নামে অসংখ্য নামে বেনামে জমি দখল করেছে। ভমিদস্যুরা পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে অবৈধভাবে ১৫ শ একর জমি জবরদখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তুলেন।
আটোয়ারী উপজেলার স্থানীয় কালীমন্দিরের মালিকানাধীন সম্পত্তি নীলফামারী -৩ (জলঢাকা) আসনের জাতীয় পার্টি হইতে মনোনীত ও নির্বাচিত সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল (মেজর সোহেল) অবৈধভাবে চা বাগান গড়ে তুলেছেন। চা বাগান করতে গিয়ে কালী মন্দিরটিও দখল করেছেন বলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অভিযোগ করেন।
মানববন্ধনে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমজাদ হোসেন, মসলেহার রহমান, মহসিনুর রহমান, কামরুজ্জামান কামু, মখলেছুর রহমান, শ্রী বিরেন্দ্রনাথ রায় সহ আরও অনেকে। মানববন্ধনে সনাতন র্ধাবলম্বীরা শাখ বাজিয়ে প্রতিকী প্রতিবাদ করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল কাদের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমরা স্মারকালপি গ্রহন করেছি। অভিযোগের ভিত্তিতে তদন্দ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।