ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
জাল টাকা ও জাল ডলার নোটসহ ৩ যুবকে পুলিশে দিলো জনতা
সুজন শেখ, বীরগঞ্জ
প্রকাশ: Monday, 2 September, 2024, 5:29 PM

জাল টাকা ও জাল ডলার নোটসহ ৩ যুবকে  পুলিশে দিলো জনতা

জাল টাকা ও জাল ডলার নোটসহ ৩ যুবকে পুলিশে দিলো জনতা

দিনাজপুরের বীরগঞ্জে জাল নোট ও  জাল ডলার চক্রের তিন যুবককে আটক করছে স্থানীয়রা। আটকের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

গত রবিবার  রাতে উপজেলা  ভোগনগর ইউনিয়নের অর্ন্তগত ধুলাউড়ি বাজার থেকে  তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জাল টাকা ও জাল ডলার  নোট  ও  THE UNITED STATE OF AMERICA কার ডলার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কুঠিপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে লিটন (২৫),একই এলাকার রমজান আলীর ছেলে শাকিল শেখ(২৮) ও রংপুর বদরগঞ্জ উপজেলার শালবাড়ী ঘাট এলাকার আব্দুল গফুরের ছেলে শামিম (২৭) ইসলাম। 

পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯ ফোন আসলে রাত্রিকালীণ হাইওয়ে ডিউটি, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পালন করা পুলিশ সদস্যরা অফিসার ইনচার্জ কে অবগত করে ঘটনা স্থানে পুলিশ সদস্যরা গেলে  আটককৃতদের কাছে থেকে মোট ২৬০ টি ১ হাজার টাকার জাল নোট যা দুই লাখ ৬০ হাজার টাকার মূল্যমানের জাল নোট এবং ৩ টি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল আর পলাতক আসামিদের ফেলে যাওয়া  ১০১ টি  ডলার এক টাকার নোট জব্দ করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান  সত্যতা নিশ্চত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক (খ)/ ২৫-ঘ, একটি মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status