জাল টাকা ও জাল ডলার নোটসহ ৩ যুবকে পুলিশে দিলো জনতা
সুজন শেখ, বীরগঞ্জ
|
দিনাজপুরের বীরগঞ্জে জাল নোট ও জাল ডলার চক্রের তিন যুবককে আটক করছে স্থানীয়রা। আটকের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কুঠিপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে লিটন (২৫),একই এলাকার রমজান আলীর ছেলে শাকিল শেখ(২৮) ও রংপুর বদরগঞ্জ উপজেলার শালবাড়ী ঘাট এলাকার আব্দুল গফুরের ছেলে শামিম (২৭) ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯ ফোন আসলে রাত্রিকালীণ হাইওয়ে ডিউটি, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পালন করা পুলিশ সদস্যরা অফিসার ইনচার্জ কে অবগত করে ঘটনা স্থানে পুলিশ সদস্যরা গেলে আটককৃতদের কাছে থেকে মোট ২৬০ টি ১ হাজার টাকার জাল নোট যা দুই লাখ ৬০ হাজার টাকার মূল্যমানের জাল নোট এবং ৩ টি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল আর পলাতক আসামিদের ফেলে যাওয়া ১০১ টি ডলার এক টাকার নোট জব্দ করা হয়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান সত্যতা নিশ্চত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক (খ)/ ২৫-ঘ, একটি মামলা রুজু হয়েছে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |