ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১
বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 September, 2024, 6:05 PM

বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

টাঙ্গাইল বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১ সেপ্টেম্বর) বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও কর্মচারীগণ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। 

অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রাজ্জাক মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডীন ও ইঞ্জিনিয়ারিং অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রফেসর ড.মোঃ আহসান হাবিব তারেক, টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, টাঙ্গাইল সদর মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুল আহসান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার আবদুল্লাহ আল মামুন, জাহানারা বেগম, ইসলামি বিশ্ববিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক 
মোঃ তোফাজ্জল হোসেন,ময়মনসিংহ জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক রত্মা সাহা, সরকারি এম এম আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শামসুল হক প্রমুখ। 

এ সময় বক্তাগণ   বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিমের সাথে চাকুরী জীবনের বর্ণাঢ্য কর্ম সময়ের স্মৃতিচারন করেন ও তাঁর অবসর জনিত বিদায় পরবর্তী সময়ে পরিবারের সাথে সুন্দর ও আনন্দময় জীবন অতিবাহিত হোক এমন প্রত্যাশা করেন। 

বক্তরা আরো বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ছিলেন একজন দক্ষ অভিভাবক ও প্রশাসক। তিনি শিক্ষক-ছাত্র ও কর্মচারীগণ সকলের প্রিয় ছিলেন। তিনি তার কর্মে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।এসময় বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম বলেন, আমি একজন কৃষক পরিবারের সন্তান। আমার বাবা কৃষক ছিলেন। তিনি পড়াশোনা করিয়ে আমাকে একটি সুনামধন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক পর্যন্ত আনতে পেরেছেন । আমি বিশ্বাস করি, এ প্রজন্ম মেধাবী। তাদের বাবা আমার বাবার মত কৃষক নন। বেশির ভাগই উচ্চ শিক্ষিত ও জ্ঞানী। তোমরা নিশ্চয়ই বিশ্ব নেতৃত্ব দিবে একদিন। এ প্রিয় দেশটাকে বিশ্বের বুকে মাথা উচু করে ধরবে। সেদিনের প্রত্যাশায় থাকবো। 

এর আগে বিদ্যালয়ের স্কাউট ও বিএনসিসি গার্ড অফ অনার প্রদান করেন এবং সাধারণ শিক্ষার্থীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status