ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
নতুন ডিবিপ্রধান কে এই রেজাউল করিম মল্লিক?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 September, 2024, 5:34 PM

নতুন ডিবিপ্রধান কে এই রেজাউল করিম মল্লিক?

নতুন ডিবিপ্রধান কে এই রেজাউল করিম মল্লিক?

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।


এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিককে ডিএমপির ডিবিপ্রধান হিসেবে প্রদায়ন করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তার নামের পাশে উল্লিখিত স্থানে বদলি/পদায়ন করা হলো।

রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা (ডিআইজি)।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হিসেবে মোহাম্মদ হারুন-অর-রশীদকে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এর আগে ডিএমপির ডিবিপ্রধান ছিলেন ডিআইজি আশরাফুজ্জামান। তাঁকে গত ৩১ জুলাই দায়িত্ব দেওয়া হয়। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

আশরাফুজ্জামান ডিআইজি হারুন অর রশীদের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তবে কোটা সংস্কার আন্দোলনে হারুন অর রশীদের  বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপি হেডকোয়ার্টারে ক্রাইমের অতিরিক্ত কমিশনার করা হয়।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status