পাথরঘাটায় ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
|
বরগুনার পাথরঘাটায় কেন্দ্র ঘোষিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে পাথরঘাটা ডিগ্রি কলেজে ফলজ গাছ রোপণ কর্মসুচি পালন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, পাথরঘাটা ডিগ্রি কলেজের অধ্যাক্ষ মো. মহসীন উল কবির, আইসিটি বিষয়ের প্রফেসর মো. মাহবুবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের পাথরঘাটা উপজেলা সভাপতি হাফেজ মো. রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান তাহের, পৌর সভাপতি কাইউম মীর তাওহীদ, সাধারণ সম্পাদক মো. রোহানসহ কলেজের দায়িত্বশীল বৃন্দ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এদেশে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ রূপ ধারণ করছে। প্রাকৃতিক দুর্যোগের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর দেশ প্রাকৃতিক বিপর্যয়ে আক্রান্ত হলে তার বিরুপ প্রভাব পড়ে সকল শ্রেণী পেশার মানুষের উপর। এ কারণেই দেশে প্রতি বছর বিভিন্ন রকম বন্যা, খরা, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এ ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় বৃক্ষ নিধন নিয়ন্ত্রণ ও ব্যাপক ভাবে বৃক্ষ রোপন। এ কর্মকান্ডের জন্য কোন নির্দিষ্ট এলাকা বা সীমারেখা নেই। সর্বত্র বৃক্ষরোপন করতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই আমাদের বৃক্ষরোপন অভিযান সফল করতে হবে। শুধু নিজেরা নয় সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এ কাজে উৎসাহ ও অংশ গ্রহণ করাতে হবে। দেশকে সবুজ শ্যামল ও বাসযোগ্য করার জন্য সকল ছাত্রসমাজকেই এই উত্তম কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |