ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১
পাথরঘাটায় ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশ: Thursday, 29 August, 2024, 6:47 PM

পাথরঘাটায় ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

পাথরঘাটায় ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

বরগুনার পাথরঘাটায় কেন্দ্র ঘোষিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে পাথরঘাটা ডিগ্রি কলেজে ফলজ গাছ রোপণ কর্মসুচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পাথরঘাটা ডিগ্রি কলেজ থেকে এ বৃক্ষ রোপণ কর্মসুচি শুরু করেন শিবিরের নেতাকর্মীরা। 

বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, পাথরঘাটা ডিগ্রি কলেজের অধ্যাক্ষ মো. মহসীন উল কবির, আইসিটি বিষয়ের প্রফেসর মো. মাহবুবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের পাথরঘাটা উপজেলা সভাপতি হাফেজ মো. রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান তাহের, পৌর সভাপতি কাইউম মীর তাওহীদ, সাধারণ সম্পাদক মো.  রোহানসহ কলেজের দায়িত্বশীল বৃন্দ প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, এদেশে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ রূপ ধারণ করছে। প্রাকৃতিক দুর্যোগের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর দেশ প্রাকৃতিক বিপর্যয়ে আক্রান্ত হলে তার বিরুপ প্রভাব পড়ে সকল শ্রেণী পেশার মানুষের উপর। এ কারণেই দেশে প্রতি বছর বিভিন্ন রকম বন্যা, খরা, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এ ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় বৃক্ষ নিধন নিয়ন্ত্রণ ও ব্যাপক ভাবে বৃক্ষ রোপন। এ কর্মকান্ডের জন্য কোন নির্দিষ্ট এলাকা বা সীমারেখা নেই। সর্বত্র বৃক্ষরোপন করতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই আমাদের বৃক্ষরোপন অভিযান সফল করতে হবে। শুধু নিজেরা নয় সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এ কাজে উৎসাহ ও অংশ গ্রহণ করাতে হবে। দেশকে সবুজ শ্যামল ও বাসযোগ্য করার জন্য সকল ছাত্রসমাজকেই এই উত্তম কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status