সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেলেন কাজিপুরের সোনাভান
নাবিউর রহমান (চয়ন) কাজিপুর,
|
অবশেষে চলার জন্য একটি হুইল চেয়ার পেলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের সত্তরোর্ধ সোনাভান। একটি হুইল চেয়ার চান সত্তরোর্ধ সোনাভান শিরোনামে একটি সংবাদ গত মঙ্গলবার দৈনিক প্রিন্ট পত্রিকা'সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদটি দেখে বগুড়া বারের সদস্য এডভোকেট রহমত উল্লাহ নামের এক ব্যক্তি বুধবার সন্ধ্যায় প্রতিনিধির মাধ্যমে হুইল চেয়ারটি পাঠিয়ে দেন। হুইল চেয়ার পেয়ে খুশী সোনাভান জানান, আমি এই চেয়ারে বসে এখন চলাফেরা করতে পারবো। এতোদিন আমি শুধু বিছানায় শুয়ে থেকেছি। এখন অনেক ভালো লাগছে। চিকিৎসার জন্য এখন সহায়তা পেলে আমার উপকার হতো। সোনাভানের প্রতিবেশী ও সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশিদ জানান, বেচারির চলাফেরার কষ্ট কিছুটা কমলো। এখন চিকিৎসার ব্যবস্থা হলে তার উপকার হয়। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |