চাঁদপুরে দীপু মনির বাসায় বসতো তদবিরের হাট
নতুন সময় প্রতিবেদক
|
দীপু মনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন চাঁদপুরে তার বাসায় বসতো তদবির-বাণিজ্যের হাট। সর্বনিম্ন দুই লাখ থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকায় বেচাবিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। ঘুস-দুর্নীতি ছিল ‘ওপেন সিক্রেট’। শিক্ষামন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করার সুযোগে চাঁদপুরে প্রায়ই চলে আসতেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য, বিভিন্ন শিক্ষা বোর্ড চেয়ারম্যান, শিক্ষা অধিদপ্তরের ডিজি থেকে শুরু করে শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। শিক্ষা বিভাগের এসব কর্তাদের তদবির জায়েজ করতে শিক্ষামন্ত্রীর দিনের কর্মসূচিতে তাদের নিয়ে যেতেন। সমাবেশে তাদেরকে দিয়ে নিজের এবং আওয়ামী লীগের গুনকির্তন শোনাতেন। নীরিহ জনগন বাধ্যহয়ে তা হজম করতো। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |