ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
রূপগঞ্জে গাজী টায়ারে ভয়াবহ অগ্নিকান্ড ভবন ধসের শঙ্কায় উদ্ধার অভিযান নিয়ে শঙ্কা
শরীফ হোসেন ,রূপগঞ্জ নারায়ণগঞ্জ
প্রকাশ: Wednesday, 28 August, 2024, 5:16 PM

রূপগঞ্জে গাজী টায়ারে ভয়াবহ অগ্নিকান্ড ভবন ধসের শঙ্কায় উদ্ধার অভিযান নিয়ে শঙ্কা

রূপগঞ্জে গাজী টায়ারে ভয়াবহ অগ্নিকান্ড ভবন ধসের শঙ্কায় উদ্ধার অভিযান নিয়ে শঙ্কা

৪৮ ঘন্টার বেশি সময় ধরে আগুনে পুড়েছে রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস কারখানার ছয়তলা ভবনটি। এতে ৪ তলা, পাচঁতলা ও ছয়তলার ছাঁদের অনেক অংশ ধসে পড়েছে। এ কারণে নিখোঁজদের উদ্ধার অভিযান শুরু নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বুধবার ২৮ আগষ্ট বেলা ১২ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ভবনের তাপ ও ধোয়া সরানোর জন্য পানি দিয়ে যাচ্ছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের আগুন নেভানো বেশিরভাগ সরঞ্জাম গুছিয়ে নিতে দেখা গেছে। ঘটনাস্থলে গাজী টায়ারসের মালামাল রক্ষায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কারখানার গেটের সামনে সকাল থেকেই নিখোঁজদের স্বজনদের আহাজারি ও অবস্থান লক্ষ্য করা যায়। ঘটনাস্থলে বিশৃঙ্খলারোধে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বর্তমানে কারখানার ভেতরে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে। দীর্ঘসময় আগুন জ¦লার কারণে ভবন ধসের শঙ্কা থাকায় ভবনের ভেতরে উদ্ধার অভিযান চালানোর সম্ভাবনা নেই। তবে দুপুর ২ টার দিকে গনপূর্ত অধিদপ্তর থেকে একটি প্রতিনিধি দল ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের উর্ধ¦তন কর্মকর্তারা এসে সংবাদ সম্মেলনের উদ্ধার অভিযান চলবে কিনা তা নিশ্চিত ভাবে জানাবেন। এদিকে, উদ্ধার অভিযান শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিখোঁজদের স্বজনরা।  
নাম প্রকাশে অনিচ্ছুক এক ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ৬ তলা পর্যন্ত সিড়ি দিয়ে উঠেছিল। পরে তারা লাইট দিয়ে যতদূর চোখ যায় দেখেছিলেন। তারা কোন লাশ দেখতে পায়নি। ভেতরে শুধু পুড়া ছাইয়ের স্তুপ।
গৃহবধূ নূপুর আক্তার বলেন, আমার স্বামীর লাশটা অন্তত ফিরাইয়া দেন ভাই। দেখতাছি ফায়ার সার্ভিসের লোকজনও চইলা যাইতাছে। তারা কি উদ্ধার অভিযান চালাইবো না।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status