রূপগঞ্জে গাজী টায়ারে ভয়াবহ অগ্নিকান্ড ভবন ধসের শঙ্কায় উদ্ধার অভিযান নিয়ে শঙ্কা
শরীফ হোসেন ,রূপগঞ্জ নারায়ণগঞ্জ
|
৪৮ ঘন্টার বেশি সময় ধরে আগুনে পুড়েছে রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস কারখানার ছয়তলা ভবনটি। এতে ৪ তলা, পাচঁতলা ও ছয়তলার ছাঁদের অনেক অংশ ধসে পড়েছে। এ কারণে নিখোঁজদের উদ্ধার অভিযান শুরু নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বুধবার ২৮ আগষ্ট বেলা ১২ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ভবনের তাপ ও ধোয়া সরানোর জন্য পানি দিয়ে যাচ্ছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের আগুন নেভানো বেশিরভাগ সরঞ্জাম গুছিয়ে নিতে দেখা গেছে। ঘটনাস্থলে গাজী টায়ারসের মালামাল রক্ষায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কারখানার গেটের সামনে সকাল থেকেই নিখোঁজদের স্বজনদের আহাজারি ও অবস্থান লক্ষ্য করা যায়। ঘটনাস্থলে বিশৃঙ্খলারোধে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ রয়েছে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |