সিএমএইচে নেওয়া হলো হাসনাত আব্দুল্লাহকে
নতুন সময় প্রতিবেদক
|
রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সিএমএইচে নেওয়া হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে সিএমএইচে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেন। ঢামেক পরিচালক বলেন, এখানে অনেক ক্রাউড। আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। আরও ৪৮ ঘণ্টা তাকে অবজারভেশনে রাখতে হবে। তারপর বলা যাবে শারীরিক অবস্থা। গতকাল রোববার রাতে সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় হাসনাত আব্দুল্লাহ আহত হন। পরে রাতেই তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। দুপুরে সেখান থেকে তাকে কেবিনে নেওয়া হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়া হলো।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |