ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ অক্টোবর ২০২৪ ২০ আশ্বিন ১৪৩১
আন্দোলনকারীদের দখলে শাহবাগ মোড়, বিএসএমএমইউতে গাড়িতে আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 4 August, 2024, 12:12 PM

আন্দোলনকারীদের দখলে শাহবাগ মোড়, বিএসএমএমইউতে গাড়িতে আগুন

আন্দোলনকারীদের দখলে শাহবাগ মোড়, বিএসএমএমইউতে গাড়িতে আগুন

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ডাকা কর্মসূচির সমর্থনে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড়ের দখল নিয়েছেন। 

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ মোড়ে ও প্রেসক্লাব এলাকায় জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা। সকাল সাড়ে ১০টার দিকে তারা মিছিল নিয়ে এসব এলাকায় আসতে শুরু করেন। 

খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে চতুর্দিক থেকে মানুষের আসছে। সময়ের সাথে সাথে জমায়েত বাড়ছে।


এ সময় সকাল ১১টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে ঢুকে যান।

সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। হাসপাতালের কয়েকটি গাড়িতেও আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।

এছাড়া জাতীয় প্রেসক্লাবে আন্দোলনের সমর্থনে মিছিল নিয়ে হাজির হয়েছেন পেশাজীবীরা।


অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসিতেও অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সকাল থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন তারা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

তবে সকাল সোয়া ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর মগবাজার, কাকরাইল, শান্তিনগর, বিজয় নগর, বায়তুল মোকাররম ও মৎস্য ভবনে বিক্ষোভস্থলের আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status