১০৪টি জীবন্ত সাপ প্যান্টের ভেতরে নিয়ে পাচারের চেষ্টা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 July, 2024, 10:16 PM
১০৪টি জীবন্ত সাপ প্যান্টের ভেতরে নিয়ে পাচারের চেষ্টা
প্যান্টের ভেতর শতাধিক জীবন্ত সাপ নিয়ে পাচারের চেষ্টা করতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। হংকং থেকে চীনে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। তবে ওই ব্যক্তির কোনো পরিচয় জানানো হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় হংকং থেকে চীনে প্রবেশের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। কাস্টম কর্তৃপক্ষের কাছে সন্দেহজনক মনে হলে তার পকেট পরীক্ষা করে।
এক বিবৃতিতে কাস্টমস কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা করে দেখা যায়, তার পকেটের সঙ্গে ছয়টি ব্যাগ টেপ দিয়ে লাগানো ছিল। ব্যাগগুলো খোলার পর বিভিন্ন ধরন, প্রজাতি ও আকারের সাপ দেখতে পান তারা।
এক ভিডিওতে দেখা যায়, কাস্টমস কর্মীরা স্বচ্ছ প্লাস্টিক ব্যাগে সাপগুলো ভরছেন। কর্মকর্তারা জানান, ১০৪ টি সাপ ওই ব্যক্তির প্যান্টের ভেতর থেকে বের করা হয়েছে।
চীনের জৈব নিরাপত্তা ও রোগ প্রতিরোধ আইনের কারণে বিদেশ থেকে অনুমতি ছাড়া কোনো প্রাণী আনা নিষিদ্ধ।