খানসামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
নুর আমিন,খানসামা,দিনাজপুর,
প্রকাশ: Tuesday, 9 July, 2024, 1:31 PM
খানসামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
দিনাজপুরের খানসামা উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন।
৯ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনের উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে ফুটবল খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ এবং খেলোয়াড়গণ।