ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
শেষ বেলায় না পাওয়ার আক্ষেপ রোনাল্ডোর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 7 July, 2024, 12:34 PM

শেষ বেলায় না পাওয়ার আক্ষেপ রোনাল্ডোর

শেষ বেলায় না পাওয়ার আক্ষেপ রোনাল্ডোর

এক জীবনে কতশত সাফল্যেই তো পূর্ণ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অর্জনের ঝুলি। রেকর্ড আন্তর্জাতিক ম্যাচ (২১২) ও রেকর্ড গোল (১৩০) সবই তার নামের পাশে। এক বিশ্বকাপ ছাড়া রোনাল্ডো জিতেছেন ক্যারিয়ারের সম্ভাব্য সব ট্রফি। এরপরও বিদায় বেলায় আক্ষেপের সুর পর্তুগিজ সুপারস্টারের কণ্ঠে।

বিদায় বলছি, কারণ এই ইউরো শুরুর আগেই রোনাল্ডো জানিয়েছিলেন এটাই তার শেষ। সে হিসেবে রোনাল্ডো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি না টানলেও ইউরো অধ্যায়ের শেষটা হয়েই গেছে। আর সেটা তিনি নিজেই জানিয়েছেন ইউরো শুরুর আগে।

যেখানে তিনি বলেছিলেন, ‘নিঃসন্দেহে এটি আমার জন্য শেষ ইউরো। তবে আমি এটা নিয়ে আবেগপ্রবণ নই। খেলাটি নিয়ে আমি ভক্তদের মধ্যে যে উদ্দীপনা দেখি তা আমাকে মুগ্ধ করে। তাছাড়া এটাই আমার পরিবার। আর ফুটবল দুনিয়ার বাইরে আমার আর কি-ই বা করার আছে?’

সেই রোনাল্ডো তার বিদায়টা স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন ইউরো জিতে। তবে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে হেরে তার সেই স্বপ্ন ভেঙেছে। যাকে বলা হচ্ছে পর্তুগিজ তারকার শেষ ম্যাচ। এবারের ইউরোটা অবশ্য ভালো যায়নি তার। ৫ ম্যাচে করতে পারেননি কোনো গোল। স্বাভাবিকভাবেই তাই যেতে হয়েছে সমালোচনার মধ্যে দিয়ে। অনেকে তো মনে করছেন, এটাই পর্তুগালের হয়ে রোনাল্ডোর শেষ ম্যাচ। যদিও এ নিয়ে তাৎক্ষণিক কোনো কথা বলেননি তিনি।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে কথা বলেছেন রোনাল্ডো। তবে সেটা অবসর ইস্যুতে নয়। নিজেদের হতাশার কথা তুলে ধরেছেন তিনি।

রোনাল্ডো বলেন, ‘আমরা আরও বেশি চেয়েছিলাম। আমাদের আরও বেশি প্রাপ্য ছিল। আমাদের নিজেদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, পর্তুগালের জন্য। আপনারা আমাদের যা কিছু দিয়েছেন এবং আমরা যা অর্জন করেছি, সবকিছুর জন্য কৃতজ্ঞ।’

২০০৪ সালে প্রথম ইউরো খেলেন রোনাল্ডো। এরপর থেকে এ নিয়ে ষষ্ঠ ইউরো খেলেছেন ৩৯ বছর বয়সি এ তারকা। ইউরোর ইতিহাসে যা সবচেয়ে বেশিবার খেলা। এরমধ্যে ২০১৬ সালে পর্তুগালকে চ্যাম্পিয়নও করেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status