কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিক্সার ধাক্কায় এক নারী নিহত হয়েছে। নিহত ওই নারীর নাম তামসী বেগম(৪৫)। শুক্রবার (৫ জুলাই) সকালে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের দাদা মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তামসী বেগম উপজেলা বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার মৃত পরবত আলীর মেয়ে।
জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের দাদা মোড় এলাকায় একটি অটোরিক্সা তামসী বেগমকে ধাক্কা দিলে তিনি পাকা সড়কের ওপর পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান। নাক মুখ দিয়ে রক্তক্ষরন হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুর রহমান বলেন, মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারনে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তামসী বেগমের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।