মহানগর কমিটিতে পদ পাওয়ায় মামুন মণ্ডলের সমর্থনে র্যালী
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() মহানগর কমিটিতে পদ পাওয়ায় মামুন মণ্ডলের সমর্থনে র্যালী মিছিলে হাজার হাজার সাধারণ মানুষ অংশ গ্রহন করেন। মিছিল শুরুর আগে গাজীপুর মহানগরের প্রতিটি ওয়ার্ড থেকে নেতা কর্মীরা নগরীর গাছা থানা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমবেত হন। সেখান থেকে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এসময় মামুন মন্ডল সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, এসময় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করে এ দায়িত্ব পালনে গাছাবাসি-সহ উপস্থিত সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করেন তিনি। এর আগে মহানগর সম্মেলনের দীর্ঘ ১৯মাস ১৪দিন পর গাজীপুর মহানগর আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়ে ঘোষণা করে ক্ষমতাসীন দল আ'লীগ, মঙ্গলবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম সম্মেলন ১৯ নভেম্বর ২০২২ সালে রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়। তৎকালিন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিলো, এর পর দীর্ঘ ১৯মাস ১৪দিন ঝুঁলে ছিলো পূর্ণাঙ্গ এ কমিটি বাস্তবায়ন। ওই আংশিক কমিটি ঘোষণার ১৯ মাস ১৪ দিন পর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হলো। নতুন কমিটিতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে সভাপতি ও সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত করা হয়েছে। এছারাও ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির(২০২২-২০২৫) অনুমোদন দেন সংশ্লীষ্টরা। এ কমিটিতে উপদেষ্টা পরিষদের ২৮ সদস্যের অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ১৯ নভেম্বর বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-সহ সকল পদ থেকে আজীবনের জন্য তৎকালীন সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে বাংলাদেশ আওয়ামী লীগ। ওই সময় বর্তমান নির্বাচিত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিল দলটি; যিনি আগের কমিটির ১নং যুগ্ম সম্পাদক পদে ছিলেন। এবারও তিনি সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হন। যাকে সেসময় জাহাঙ্গীরের পরিবর্তে সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত করা হয়।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |