গোমস্তাপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
|
গোমস্তাপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রামীণব্যাংকের দুটি শাখা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ওই দুটি শাখায় উপকারভোগী সদস্যদের মধ্যে গাছের চারাগুলো বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রামীণব্যাংকের গোমস্তপুর এরিয়া ম্যানেজার মোহাম্মদ মুশফিকুর রহমান, গোমস্তাপুর শাখা ব্যবস্থাপক আজমল হোসেন, চৌডালা শাখার ব্যবস্থাপক আবুল কাইয়ূমসহ বিভিন্ন শাখার ঋন উপকারভোগীরা। উল্লেখ্য, সারাদেশ ব্যাপি গ্রামীণ ব্যাংক এই কর্মসূচি পালন করে যাচ্ছে। এরমধ্যে রাজশাহী জোনের গোমস্তাপুর এরিয়ার ১১টি শাখার সদস্যের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ২০০জনকে চারা বিতরণ করা হবে হবে তারা জানান।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |