ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
ট্রাম্পকে দায়মুক্তির রায়ে আইনের শাসনের প্রতি ‘অবজ্ঞা’: বাইডেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 2 July, 2024, 11:08 AM

ট্রাম্পকে দায়মুক্তির রায়ে আইনের শাসনের প্রতি ‘অবজ্ঞা’: বাইডেন

ট্রাম্পকে দায়মুক্তির রায়ে আইনের শাসনের প্রতি ‘অবজ্ঞা’: বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দায়মুক্তির যে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট, তাকে ‘ভয়াবহ নজির’ হিসেবে দেখছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছেন, ওই রায় ‘আইনের শাসনের প্রতি অবজ্ঞা’ এবং আমেরিকানদের জন্য ‘ভয়াবহ ক্ষতিকর’।

অন্যদিকে আদালতের রায়ের প্রশংসা করে ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য ‘বড় বিজয়’।

সোমবার (১ জুলাই) সুপ্রিম কোর্ট ওই রায়ে বলেছে, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে কোনো কিছু করে থাকলে সেক্ষেত্রে তার বিচার করা যাবে না। তবে ব্যক্তিগত কোনো কৃতকর্মের জন্য তার বিচার করা যেতে পারে।

বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রে বিচার থেকে কোনো ধরনের প্রেসিডেন্সিয়াল ছাড়ের স্বীকৃতি দিয়ে আদালতের এমন রায় এটিই প্রথম।

এর আগে ওয়াশিংটনের নিম্ন আদালত এক রায়ে বলেছিল, প্রেসিডেন্ট থাকাকালে কোনো কৃতকর্মের জন্য একজন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প বিচারে কোনো ছাড় পাবেন না। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ‘উল্টে দেওয়ার ষড়যন্ত্রের’ অভিযোগে ট্রাম্পের বিচার করা যাবে।

সোমবার ট্রাম্পকে দায়মুক্তি দিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর টেলিভিশন বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “আমেরিকায় কেউ রাজা নয়- এই নীতিতে গড়ে উঠেছে এই জাতি। আইনের কাছে আমরা সবাই সমান। কেউ, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এমনকি আমেরিকার প্রেসিডেন্টও নয়।

“(কিন্তু) আজকের (আদালত) সিদ্ধান্তের মানে হল, প্রেসিডেন্ট চাইলে কী করতে পারেন, দৃশ্যত তার কোনো সীমারেখা আর থাকছে না।”

দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিচারের মুখোমুখি হওয়ার প্রসঙ্গ টেনে বাইডেন বলেন, “যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে যিনি দাঙ্গা বাঁধিয়েছেন, তিনি ফৌজদারি অপরাধের বিচারের মুখোমুখি হয়েছেন। আগামী নির্বাচনের আগে এই বিচারের ফল জানার অধিকার আমেরিকার জনগণের আছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status