প্রস্তুতি নিয়েই ফিরেছি
নতুন সময় ডেস্ক
|
![]() প্রস্তুতি নিয়েই ফিরেছি তবে সিনেমার হাল ছাড়তে নারাজ এই অভিনেত্রী। শুরু থেকেই নিজেকে প্রমাণের মিশনে নেমেছেন তিনি। যা তার একাধিক কাজে প্রকাশও পেয়েছে। নার্গিস বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার যাত্রা রীতিমতো নির্মম অ্যাডভেঞ্চার ছিল। একটি ই-মেইল পথ দেখিয়েছিল। সবকিছু সুন্দরই ছিল। চেষ্টা ছিল নতুন কিছু শেখার, নিজেতে প্রমাণ করার। কিন্তু শুরুটা বেশ ভালো হলেও বিরতিতে যেতে বাধ্য হয়েছিলাম। যদিও এটাকে আমার দুর্ভাগ্য বলেই মনে করি।’ তবে শুরুর দিকে কিছু ভুল করলেও বিরতি থেকে ফিরে সেই পথে আর হাঁটতে চাচ্ছেন না নার্গিস। বিভিন্ন ঘরানার সিনেমায় নিজেকে যুক্ত করতে চান তিনি। নার্গিস ফাখরি বলেন, ‘আমার বিশেষ পছন্দের জায়গায় রয়েছে অ্যাকশন-কমেডি। যদিও আমি সকল ঘরানার কাজই উপভোগ করি। সব চরিত্রেই নিজেকে প্রমাণ করতে চাই। সেই প্রস্তুতি নিয়েই ফিরেছি। আমি স্টান্ট করা এবং শক্তিশালী, গতিশীল চরিত্রগুলোকে পছন্দ করি। কারণ অ্যাকশন চলচ্চিত্রের তীব্রতা এবং উত্তেজনা আমাকে আকৃষ্ট করে। অন্যদিকে কমেডি আমাকে একটি ভিন্ন দিক অন্বেষণ করতে দেয়। আসলে আমি মানুষকে আনন্দ দিতে ভালোবাসি।’
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |