বেনজীরের পাসপোর্ট জালিয়াতি: ৮ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
নতুন সময় প্রতিবেদক
|
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের পাসপোর্ট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট অধিদফতরের আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের মধ্যে রয়েছেন, চারজন পরিচালক, একজন উপ-পরিচালক ও দুজন উপ-সহকারী পরিচালক। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তাদের দুদকের উপ-পরিচালক ও তার টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন। বেনজীরের বিরম্নদ্ধে অভিযোগ, বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন তিনি। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে তা আটকে দেয় পাসপোর্ট অধিদফতর। চিঠি দেওয়া হয় র্যাব সদরদফতরে। কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে সব ম্যানেজ করেন বেনজীর। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা। বানিয়ে নেন সাধারণ পাসপোর্ট।আরো জানা গেছে, সাবেক এই আইজিপি পাসপোর্টে আড়াল করেছেন পুলিশ পরিচয়। শুরম্ন থেকে এখন পর্যšত্ম তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে বিশেষ পাসপোর্ট নেননি। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |