বাংলাদেশের খেলা দেখা নিয়ে কঠিন প্রতিজ্ঞা শবনমের
নতুন সময় প্রতিবেদক
|
উপমহাদেশে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। এ খেলার সঙ্গে এ অঞ্চলের মানুষের আবেগ জড়িত। বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে। সুপার এইট পর্বের এ খেলায় আজ সকালে বাংলাদেশ-আফগানিস্তানের খেলা অনুষ্ঠিত হচ্ছে। আফগানিস্তান ১১৫ রান করেন। ১১৬ রানের টার্গেটে মাঠে নামে টাইগাররা। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |