চট্টগ্রামে 'ওয়াটন'র ফ্যান ওয়ালটন বলে বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা
ফ্যানের গায়ে একই লোগো,পার্থক্য শুধু একটি অক্ষর..!
এস এম আকাশ, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামে 'ওয়াটন'র ফ্যান ওয়ালটন বলে বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা মঙ্গলবার (৪ জুন) নগরীর চান্দগাঁওয়ের বেপারী পাড়ার ফেদা খান সড়ক এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ভোক্তাধিকার পরিচালকের কাছে অভিযোগ যায়,'ওয়াটন' নামে একটি নন ব্র্যান্ডের পণ্য 'ওয়ালটন' বলে সহজ সরল সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। জেনে শুনে নকল পণ্য বিক্রি করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সাময়িক সিলগলা করে দেওয়া হয়। পরে অভিযান চালিয়ে এই নকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও খুঁজে বের করার কথা জানানো হয়। দোকানটির ম্যানেজার রহিম বলেন, আমরা ওয়ালটন বলে বিক্রি করিনি। ঐ ক্রেতা শুনতে ভুল করেছে। ওয়াটনের পণ্য ওয়াটন বলেই বিক্রি করেছি।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |