গাজীপুরে বাস চাপায় নারীর মৃত্যুর গুজবে বাসে আগুন
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় এক নারীর মৃত্যুর গুজবে তাকওয়া পরিবহনের একটি মিনিবাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় তারা গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |