শার্ক ট্যাংক বাংলাদেশের অফিশিয়াল পার্টনার টিকটক
নতুন সময় ডেস্ক
|
![]() শার্ক ট্যাংক বাংলাদেশের অফিশিয়াল পার্টনার টিকটক এই পার্টনারশিপের আওতায় হ্যাশট্যাগ শার্ক ট্যাংক(#SharkTankBD) ফিচারে প্রোগ্রামটির এক্সক্লুসিভ কনটেন্ট দেখা যাবে টিকটকে। হ্যাশট্যাগ হোয়াট টু ওয়াচ (#WhatToWatch) এবং ট্রেন্ডিং বিষয়বস্তুর এর ক্যাটাগরিতে দর্শকরা তা দেখতে পারবে। শার্ক ট্যাংক বাংলাদেশের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টটির ইতিমধ্যে ১ লাখ ৫০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। টিকটক এর দক্ষিণ এশিয়ার অঞ্চলের কনটেন্ট অপারেশন প্রধান পূজা দত্ত বলেন, “স্থানীয় উদ্যোক্তাদের তুলে ধরার লক্ষ্যে শার্ক ট্যাংক বাংলাদেশের সঙ্গে আমরা এই পার্টনারশিপ করেছি। যাদের কাছ থেকে উঠে আসবে অভিনব ও সৃজনশীল সব ধারণা। বাংলাদেশের এই উদ্যোক্তাদের যাত্রার অংশ হতে পেরে আমরা আনন্দিত।” বঙ্গ এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিওও ফায়াজ তাহের বলেন, 'আমরা টিকটকের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। আমরা জানি যে এটি এমন একটি প্ল্যাটফর্ম যা বাংলাদেশ এবং বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ ব্যবহার করছে। আমরা সবসময় চেষ্টা করি সকল দর্শকদের বিনোদন দেওয়ার এবং এই পার্টনারশিপের মাধ্যমেও আমাদের একই প্রচেষ্টা থাকবে।” শার্ক ট্যাংক বাংলাদেশের লক্ষ্য হলো উদ্যোক্তাদের আইডিয়াগুলো প্ল্যাটফর্মের মাধ্যমে সবার কাছে তুলে ধরা। ব্যবসায়ের মূলধন সুবিধা দেয়ার পাশাপাশি যেখানে আছে বিনিয়োগকারীদের পরামর্শ। নতুন প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে টিকটকের এই উদ্যোগ। যার মধ্য দিয়ে উদ্ভাবন ও সংকল্পের নানান গল্পগুলো পৌঁছে যাবে বহু দর্শকের কাছে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |