ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৭ অগ্রহায়ণ ১৪৩১
আনহার মিয়া বালাগঞ্জের মানুষের জন্য সর্বদা কাজ করেছেন : এমপি হাবিব
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 June, 2024, 9:08 PM

ছবি: সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব

ছবি: সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বালাগঞ্জের মানুষের জন্য সর্বদা কাজ করেছেন আনহার মিয়া। মানুষের জন্য কাজ করেছেন বলেই বালাগঞ্জের মানুষ তার উপর আস্থা রেখেছে।

তিনি বোয়ালজুর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমাকে সবসময়ই বিভিন্ন উন্নয়নকাজের ব্যাপারে বলতেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। আর এখন আপনারা আপনাদের ভোটের মাধ্যমে উনাকে দায়িত্ব দিয়েছেন। আমার বিশ্বাস আপনাদের একজন সেবক হয়ে উনি আপনাদের মাঝে থাকবেন।

বালাগঞ্জ উপজেলার লক্ষীপুর বাজারে বোয়ালজুর ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে বালাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনহার মিয়াকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান

বালাগঞ্জ উপজেলার লক্ষীপুর বাজারে বোয়ালজুর ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে বালাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনহার মিয়াকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান


শনিবার ১ জুন, বিকেলে বালাগঞ্জ উপজেলার লক্ষীপুর বাজারে বোয়ালজুর ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে বালাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনহার মিয়াকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনহার মিয়া বলেন, বালাগঞ্জবাসীর প্রতি আমার অনেক দায়। আমি চিরকৃতজ্ঞ। এ ঋণ শোধ হওয়ার নয়। আমি আমৃত্যু বালাগঞ্জের মানুষের জন্য কাজ করে যেতে চাই।

বোয়ালজুর ইউনিয়ন নাগরিক কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আজম আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্বারী রুহেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মালিক রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক ও পশ্চিম গৌরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু প্রমুখ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status