ফিলিস্তিনের গাজায় চলমান নৃশংসতার প্রতিবাদে ইসরায়েলিদের ওপর মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্টের দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে প্রয়োজনীয় আইনি পরিবর্তন আনা হবে। সেই সঙ্গে ফিলিস্তিনিদের সহায়তায় ত্রাণ তহবিল গঠনেরও ঘোষণা দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এসব অর্থ গাজায় জাতিসংঘের পরিচালিত সংস্থার কাছে পাঠানো হবে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালদ্বীপের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দ্বীপদেশটির সৌন্দর্য্য উপভোগ করতে সেখানে যেতে পারেন ইসরায়েলিরা। ২০২৩ সালে ১১ হাজার ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণ করেন। যা দেশটিতে গত বছর যাওয়া মোট পর্যটকের ০ দশমিক ৬ শতাংশ।
এদিকে মালদ্বীপের এমন পদক্ষেপের পরিপ্রক্ষিতে নিজেদের নাগরিকদের দেশটিতে ভ্রমণে না যাওয়ার বিষয়ে সতর্ক করেছে ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মালদ্বীপে থাকা অবস্থায় তাদের কেউ বিপদে পড়লে সহায়তা করা কঠিন হবে।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। এর পর থেকে গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রায় আট মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮২ হাজার ৬২৭ জন। এ ছাড়া গৃহহীন হয়ে পড়েছেন উপত্যকার অধিকাংশ মানুষ।