সেদিন পুরান এয়ারপোর্টে লক্ষ জনতা জানান দিয়েছে খুনি জিয়ার দিন শেষ : নিখিল
মারুফ হায়দার
|
![]() সেদিন পুরান এয়ারপোর্টে লক্ষ জনতা জানান দিয়েছে খুনি জিয়ার দিন শেষ : নিখিল নিখিল বলেন, শ্রমিক লীগের দেশপ্রেম সকলেরই জানা আছে। কোন অনুপ্রবেশকারী এই দলে ঢুকে শ্রমিকলীগের মান ক্ষুণ্ন করবেন না। আর যদি করার ইচ্ছা থাকে তাহলে আগেভাগেই চলে যান। কোন সংগঠন বিচ্ছিন্নকারী চাঁদাবাজ, মাদকসেবনকারী, সন্ত্রাসী ও নাশকতাকারীকে এই সংগঠন ও কমিটিতে জায়গা দিবেন না। সামনে কঠিন আন্দোলন রয়েছে সেখানে শুধুমাত্র বাছাই করা বঙ্গবন্ধুর সৈনিকদেরই দরকার। মাইনুল হোসেন খান নিখিল আরো বলেন, খুনী জিয়া দেশকে সেনাবাহিনীর শাসনে গণতন্ত্রবিহীন হ্যাঁ-না ভোট করে একতরফা সরকার পরিচালনা করে জনগণের কথা বলার অধিকার ও ভাতের অধিকার কেড়ে নিয়েছেন। এই ভয়াল শক্তির বিরুদ্ধে ১০ই মার্চ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুরাতন এয়ারপোর্ট তেজগাঁয়ে লক্ষ লক্ষ জনতার অবস্থান জানান দিয়েছে। আগামীতে খুনি জিয়ার পথ অন্ধকার হয়ে যাবে এবং সেদিন এই দেশের মানুষ শপথ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনের বিচার এই দেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই হবে। বাংলাদেশ আওয়ামী শ্রমিকলীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কালু শেখ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বাদল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মিরপুর থানা শ্রমিক লীগের সভাপতি আসাদ বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন মিরপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন লিটু মিরপুর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মকবুল তালুকদার ও প্রমুখ।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |