ভান্ডারিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
|
পিরোজপুরের ভান্ডারিয়ায় বেসকারি উন্নয়ন সংস্থা এসোসিয়েশন অব রিসোর্স ইন্টিগ্রেশন (এরিক)-এর আয়োজনে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট-এর সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রেসক্লাব এর সম্মুখে গতকাল শুক্রবার বিকেল ৪ টায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে ভান্ডারিয়া প্রেসক্লাব ভবনে "তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশু সুরক্ষা নিশ্চিত করি’ জনস্থাস্থ্য উন্নয়নে আসন্ন বাজেটে তামাকের মূল্য ও কর বৃদ্ধি করা হোক প্রতিপাদ্য সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরিকের নির্বাহী পরিচালক মো: মাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম মিলন, সহ সভাপতি মো: রিয়াজ মাহমুদ মিঠু, দপ্তর সম্পাদক মো: মনির হোসেন কাজী , সদস্য মোঃ মাসুম বিল্লাহ, তরিকুল ইসলাম, মো: জসিম উদ্দিন খান, পূবালী ব্যাংকের কর্মকর্তা মো: সোহেল রানা, এরিকের কর্মসূচি কর্মকর্তা মো: মোনায়েম হোসেন প্রমুখ।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |