ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
বেওয়ারিশ কুকুর আতঙ্কে চাটখিল পৌরবাসী
রুবেল হোসেন, চাটখিল
প্রকাশ: Thursday, 30 May, 2024, 5:50 PM

বেওয়ারিশ কুকুর আতঙ্কে চাটখিল পৌরবাসী

বেওয়ারিশ কুকুর আতঙ্কে চাটখিল পৌরবাসী

বেওয়ারিশ কুকুরের আতঙ্কে রয়েছে চাটখিল পৌরবাসী। চাটখিল পৌর বাজারে শতাধিক বেওয়ারিশ কুকুর থাকলেও এসব কুকুর থেকে জনসাধারনের নিরাপত্তার বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না চাটখিল পৌর কর্তৃপক্ষ। উপজেলা সদর আর চাটখিল পৌর বাজার একই স্থানে হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত জনসাধারনও এসব কুকুরের আক্রমণের আতঙ্কে থাকে। ৮/১০টি কুকুর একত্রিত হয়ে আক্রমণ করতে লোকজন কে তেড়ে আসে।

বেওয়ারিশ কুকুরের বিষয়ে পৌর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করলে চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন জানান, সরকারের বিধি-নিষেধ থাকায় কুকুর নিধন করা যাচ্ছে না। তবে জননিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি তার করণীয় কিছুই নেই বলে জানান।

বেওয়ারিশ কুকুর নিধনে সরকারি বিধি নিষেধ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাত হোসেন বলেন, কুকুর নিধনে বিধি-নিষেধ থাকলেও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুকুর কে জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুকুর কে জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন প্রয়োগে পৌর কর্তৃপক্ষ সহযোগিতা চাইলে জেলা প্রাণি সম্পদ দপ্তর সহযোগিতা করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status