সিরাজগঞ্জে তেলজাতীয় ফসলের উৎপাদনে সেরা ৫ জন কৃষককে পুরস্কার প্রদান
নতুন সময় প্রতিনিধি
|
সিরাজগঞ্জে ২০২৩-২০২৪ খ্রীঃ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের তেলজাতীয় ফসল উৎপাদনকারী সেরা ৫ জন কৃষককে পুরস্কার প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ জন সেরা কৃষককে পুরস্কার বিতরণ করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এসময়ে তিনি তার বক্তব্য বলেন, তেলজাতীয় ফসল উৎপাদনের মাধ্যমে দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণ হয় ও আমদানি ব্যয়হ্রাস করা। স্বল্প মেয়াদী সরিষা, তিল, সূর্যমুখী, চীনবাদাম, সয়াবিন তেলজাতীয় ফসল উৎপাদন বা আবাদ আরো বৃদ্ধি করবেন। সরকার আপনাদের বীজ, সার প্রণোদনা দিচ্ছেন কৃষিবিভাগ আপনাদের পাশে রয়েছে সকল ধরনের সুযোগ -সুবিধা, সহায়তা ও উপকরণ দিচ্ছে তাই পতিত জমি বা জায়গা থাকলে সেখানে আপনারা তেলজাতীয় ফসল আবাদ করবেন। বিশেষ করে সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত এলাকায় এবং চরাঞ্চলগুলোতে ভালো তেলজাতীয় ফসল উৎপাদন হচ্ছে আরো বেশি করে আপনারা আবাদ করুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার এ.কে.এম. মফিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. জিয়াউর রহমান। এসময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ী সিরাজগঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ, সুধীজন, সাংবাদিকগণ, কৃষকেরা উপস্থিত ছিলেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |