শিশুর জ্বর-সর্দিতে যেভাবে খেয়াল রাখতে হবে
নতুন সময় প্রতিবেদক
|
![]() শিশুর জ্বর-সর্দিতে যেভাবে খেয়াল রাখতে হবে কয়েকটি উপসর্গ রয়েছে যেমন ৩ দিনের বেশি জ্বর থাকা নাক দিয়ে অনবরত পানি পড়তে থাকা গলায় ব্যথা হওয়া সারা শরীরে ব্যথা-বেদনা বমি বমি ভাব থাকা পাতলা পায়খানা দ্রুত শ্বাসপ্রশ্বাস নেওয়া এমন উপসর্গ হলে ঘাবড়ে যাবেন না। শিশুকে বাড়িতে রেখেই যত্ন করুন। কীভাবে তা করবেন শিশুকে বেশি পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে। ওষুধ খাওয়ার পরেও জ্বর না কমলে গা মুছে দিতে হবে। শিশুর জ্বর, খাওয়ার পরিমাণ, প্রস্রাবের পরিমাণের কমছে কি না, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে বাসক এবং তুলসী পাতার রস খাওয়াতে পারেন। এখানে জানিয়ে রাখা প্রয়োজন, তিনদিনের বেশি জ্বর, শিশুদের প্রস্রাব কমে যাওয়া, সারাক্ষণ ঝিমুনি, স্বাভাবিকের থেকে দ্রুত শ্বাস নিলে অবশ্যই শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে। শিশু যাতে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে না ভোগে, তার জন্য আগাম সতর্কতা কীভাবে নেবেন বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। শিশুকেও তা শেখাতে হবে বাইরে থেকে এসে তাড়াতাড়ি জামাকাপড় বদলে নিতে হবে ভিড় থেকে শিশুকে দূরে রাখতে হবে। প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে। হাঁচি, কাশির সময় রুমাল ব্যবহার করতে হবে শিশুকে বারবার হালকা গরম পানীয় পান করাতে হবে |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |