অভিজ্ঞতা ছাড়াই বছরে ৪টি বোনাসসহ চাকরি দেবে অ্যারিস্টোফার্মা
নতুন সময় প্রতিবেদক
|
অ্যারিস্টোফার্মা লিমিটেড সম্প্রতি মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। প্রতিষ্ঠানের নাম: অ্যারিস্টোফার্মা লিমিটেড পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার শূন্য পদ: নির্ধারিত নেই কাজের সময়সূচি: ফুল-টাইম শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বয়সসীমা: ৩২ বছর বেতন: অতিরিক্ত টিএ/ ডিএসহ শিল্পে সর্বোচ্চ বেতন অন্যান্য সুবিধা: বিদেশ সফর এবং অর্জনের বিপরীতে অতিরিক্ত প্রণোদনা, কর্মচারী সহায়তা তহবিল এবং গ্রুপ জীবন বিমা, বিবাহ ভাতা, সন্তানের জন্ম ও স্কুলে ভর্তি ভাতা, স্মার্টফোন, মোটরসাইকেল, ছুটির নগদ অর্থ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লাভ অংশগ্রহণ তহবিল বার্ষিক বোনাস: ৪টি শুধু পুরুষরা আবেদন করতে পারবেন কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে আবেদনের শেষ দিন: ২৯ মে, ২০২৪ |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |