ছবিযুক্ত জায়নামাজ আমদানি বন্ধের রিট নিষ্পত্তির নির্দেশ
নতুন সময় ডেস্ক
|
![]() ছবিযুক্ত জায়নামাজ আমদানি বন্ধের রিট নিষ্পত্তির নির্দেশ রোববার ২১ এপ্রিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইলিয়াস আলী মন্ডল। ২৯ জানুয়ারি ছবিযুক্ত জায়নামাজ বিক্রি, আমদানি ও উৎপাদন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আরিফুর রহমান। ওই দিন হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে রিট দাখিল করা হয়। এতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। এর আগে পবিত্র কাবা শরিফ, মদিনা শরিফ ও আল-আকসা মসজিদের ছবিযুক্ত জায়নামাজ বিক্রি, আমদানি ও উৎপাদন বন্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়। আবেদনে সায় না দেওয়ায় রিট করেন আরিফুর রহমান।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |