কুড়িগ্রাম ফাহাদ আল ফারাবী টেলিস্কোপ তৈরি করে সাড়া ফেলে দিয়েছে
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
কুড়িগ্রাম ফাহাদ আল ফারাবী টেলিস্কোপ তৈরি করে সাড়া ফেলে দিয়েছে ফারাবীর তথ্যমতে, টেলিস্কোপটি তৈরি করতে মুলতঃ পিভিসিপাইপ,লেন্স মাউন্ট,ফোকাল,এ্যাপারচার,মিরর,ফোকাসার,মেটাল থ্রি ডি স্পাইডার ও কাঠের প্রয়োজন হয়। সে ওই সমস্ত জিনিস ব্যবহার করে মাত্র ১৭ হাজার টাকায় টেলিস্কোপ বানাতে সক্ষম হয়েছে। তার টেলিস্কোপটির ওজন ১২ কেজি। এটির মাধ্যমে ৩ লাখ কিঃমি দূর থেকে দৃশ্য ধারণ করা যায় বলে সে জানায়। ভবিষ্যৎ আরো উন্নত টেলিস্কোপ ও মাইক্রো টেলিস্কোপ বানানোর ইচ্ছে প্রকাশ করে সে। সে এও জানায়, সে যে মানের টেলিস্কোপ তৈরি করেছে বাজারে তার মূল্য ৪০-৫০ হাজার টাকা। সরকারি সহযোগিতা পেলে সপ মানুষের কাছে স্বল্পদামে টেলিস্কোপ পৌছে দেয়ার জন্য কাজ করে যাবারও ইচ্ছে প্রকাশ করে। ফারাবীর বন্ধু- বান্ধব আত্নীয়- স্বজন,স্কুল সহপাঠী স্কুল শিক্ষক এবং এলাকাবাসী ফারাবীর তৈরি টেলিস্কোপ দিয়ে দূরের চন্দ্র- সূর্য খালি চোখে স্পষ্ট দেখে খুবই ভালো লাগার কথা ব্যক্ত করেছেন। ফারাবীর এই সাফল্যের কথা নিজ গ্রাম থেকে উপজেলা ও জেলা এবং বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনিক কর্মকর্তাদেরও নজরে এসেছে। তার এই সাফল্যের বিষয়ে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ আয়শা সিদ্দিকা বলেন, এ বয়সে বাইরে আড্ডা না দিয়ে ঘরে বসে মেধার বিকাশ করতে টেলিস্কোপ বানানোর কাজটি খুবই প্রশসংসার দাবীদার। সরকারি কোন সহযোগিতার প্রয়োজন হলে উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে ফারাবীর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |