হারিয়ে যাওয়া হায়দারাবাদ
নতুন সময় ডেস্ক
|
হারিয়ে যাওয়া হায়দারাবাদ এখন হায়দারাবাদ বলতে আছে শুধু একটি শহর। আর সব নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। কেমন ছিল দখলপূর্ব স্বাধীন হায়দারাবাদ? কী করে লুট করা হয়েছিল তার স্বাধীনতা? কী কী ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, সামরিকশক্তি ও অপকৌশল প্রয়োগ করা হয়েছিল? এমনি অজস্র অনিবার্য বিষয়ের উন্মোচন আছে আবদুল হাই শিকদারের 'হারিয়ে যাওয়া হায়দারাবাদ' গ্রন্থে। যেভাবে সংগ্রহ করবেন: গার্ডিয়ান পাবলিকেশনস, ৩৪ নর্থব্রুক হল রোড , মাদরাসা মার্কেট (২য় তলা ), বাংলাবাজার , সূত্রাপুর , ঢাকা ১১০০ । ফোন : ০১৭১০ ১৯৭ ৫৫৮ , ০১৯৯৮ ৫৮৪ ৯৫৮ অনলাইন : guardianpubs@gmail.com, www.guardianpubs.com |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |