ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
অন্ধকারেও ভালো মানের ছবি তুলতে পারে এই ফোন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 5 February, 2024, 5:42 PM

অন্ধকারেও ভালো মানের ছবি তুলতে পারে এই ফোন

অন্ধকারেও ভালো মানের ছবি তুলতে পারে এই ফোন

দেশের বাজারে ‘গ্যালাক্সি এস ২৩ এফই’ মডেলের নতুন ফোন এনেছে স্যামসাং। গ্যালাক্সি এস ২৩ মডেলের শেষ ফ্যান এডিশন (এফই) হিসেবে বাজারে আসা এই ফোনের পেছনে ৫০, ১২ ও ৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ১০ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরাগুলোয় নাইটোগ্রাফি প্রযুক্তি থাকায় ফোনটি অন্ধকারেও স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তুলতে পারে। ফোনটির দাম ধরা হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।


এক্সিনোজ ২২০০ প্রসেসরে চলা ফাইভজি প্রযুক্তির এই ফোনে ৮ গিগাবাইট র‍্যাম থাকায় দ্রুত কাজ করা যায়। ৬ দশমিক ৪ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্জ হওয়ায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা সম্ভব। নিরাপত্তার জন্য আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তিও রয়েছে ফোনটিতে।


১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর এডিটিং স্টুডিও রয়েছে। ফলে ছবি তোলার সময় সহজেই ক্যামেরার শাটার স্পিড, অ্যাপারচারসহ বিভিন্ন সুবিধা নির্বাচন করা যায়। ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি–সুবিধার এই ফোনে ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধাও রয়েছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status