ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
ব্যারিস্টার সুমন একটা টেস্ট কেস
কামরুল হাসান মামুন
প্রকাশ: Tuesday, 9 January, 2024, 1:36 PM

ব্যারিস্টার সুমন একটা টেস্ট কেস

ব্যারিস্টার সুমন একটা টেস্ট কেস

কামরুল হাসান মামুন, ফেসবুক: ব্যারিস্টার সুমন একমাত্র ব্যক্তি যে নিজ যোগ্যতায়, নিজের কারিশমা দেখিয়ে জিতেছে। একটা লম্বা সময় নিয়ে নিজেকে প্রস্তুত করেছে। যেখানে সিলডর মানুষ হগল লন্ডন যাইত ছাইন তাইনে দেশ থাকছুইন। তিনি দেখিয়েছেন আপন ভাষা, সাধারণ মানুষের ভাষা দিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতে হয়। ইংরেজি বা প্রমিত ভাষা দিয়ে নয়।

ব্যারিস্টার সুমন কুইক সফলতার দিকে যাননি। তিনি আস্তে আস্তে মানুষের মন জয় করেছেন। আস্তে আস্তে কাজ করে মানুষের মন জয় করলে সেটা sustainable হয়। হুট্ করে কিছু পাইলে মানুষ খেই হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে এবং হুট্ করেই হারিয়ে যায়। তবে এইবার phase transition এর পর তার আচরণ কেমন হয় দেখতে হবে। সে কত বড় হতে চায় বা পারবে তা আগামী কয়েক দিনের মধ্যে বোঝা যাবে। এইটা একটা উদাহরণীয় ঘটনা হতে পারে। এইভাবে দেশে নতুন নেতৃত্ব আপন আপন গুণে তৈরী হতে পারে।


এখন এমন একটা দেশ হয়েছে যেখানে কেউ আপন যোগ্যতায় কিছু পাইতে শিখেনি। বাবার সম্পদ দিয়ে যেমন জীবনে কেউ বড় হতে পারে না তেমনি অন্যের দান দিয়েও কেউ বড় হতে পারে না। বাবার সম্পদ বলতে শুধু অর্থ সম্পদ না। বাবার সুনামও একটি সম্পদ। বাবার সুনামকে সম্পদ বানিয়ে সেটা বিক্রি করে কেউ বড় হতে পারেনি এবং পারবে না। সবাইকে নিজের যোগ্যতা দিয়েই অর্থ, সম্পদ, পদ পদবি অর্জন করতে শিখতে হবে। ব্যারিস্টার সুমন একটা টেস্ট কেস।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status