ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ অক্টোবর ২০২৪ ২০ আশ্বিন ১৪৩১
বেনাপোলে ওয়া‌রেন্টভূক্ত ১৩ জন আসামি গ্রেফতার
জুবা‌য়ের হো‌সেন,বেনাপোল
প্রকাশ: Tuesday, 21 November, 2023, 11:40 PM

বেনাপোলে ওয়া‌রেন্টভূক্ত ১৩ জন আসামি গ্রেফতার

বেনাপোলে ওয়া‌রেন্টভূক্ত ১৩ জন আসামি গ্রেফতার

বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে  বি‌ভিন্ন মামলায় গ্রেফতা‌রি পরোয়ানাভূক্ত ১৩ আসামীকে গ্রেফতার করেছে।

সোমবার (২১ ন‌ভেম্বর) দিবাগত রাতে এলাকায় অভিযান চালিয়ে তা‌দের‌কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হ‌লেন, বেনা‌পো‌লের কাগজপুরের (দ‌ক্ষিণপাড়া কুলুপাড়া) মৃত ইম‌াম মোল্লার ছে‌লে  রুস্তম মোল্লা (৪৫), নারায়ানপুর বিশ্বাসপাড়ার মৃত রুস্তম সরদা‌রের ছে‌লে মোঃ রফিকুল ইসলাম (২৫), ভ‌বের‌বেড় গ্রা‌মের ও‌হিদুল ইসলা‌মের ছে‌লে  ইমন হোসেন রাব্বি (২০) একই গ্রা‌মে মৃত আবুল‌ হো‌সে‌নের ছে‌লে মোঃ বিপ্লব হোসেন, কাগমারীগ্রা‌মের মৃত মন্টু মিয়ার ছে‌লে  মোঃ মাসুদ রানা,(২২), সা‌দিপুর বাগদাপাড়া গ্রা‌মের মৃত স‌লেমান মোড়‌লের ছে‌লে  মোঃ লিটন হোসেন (৩২),  নাভারণ আকিজ স্কুলের পার্শ্বে, থানা-ঝিকরগাছা, যশোর এ/পি-বড় আচঁড়া বোটপাড়া গ্রা‌মের মৃত আঃ রবের ছে‌লে  মোঃ কবির হোসেন(৩২) ভ‌বের‌বেড় গ্রা‌মের মৃত ধলা মিয়ার ছে‌লে মোঃ ইব্রাহিম (৫০), বড় আচড়া গ্রা‌মের মোঃ কিসমত আলী মোড়লের ছে‌লে মোঃ রিপন মোড়ল(৩২), একই গ্রা‌মের মৃত খোকা সরদার খো‌নের ছে‌লে  মোঃ শরীফ সরদার  আল শরিফ (২৯), সা‌দিপুর গ্রা‌মের মৃত শামসু‌জ্জোহার ছে‌লে মোঃ শাহারুল ইসলাম (৩৫), পোড়াবা‌ড়ী (নারায়নপুর কে‌লেরকান্দা) গ্রা‌মের মোঃ নূরুল ইসলা‌মের ছে‌লে মোঃ রাশেদ আলী (৪২), ও সা‌দিপুর প‌শ্চিমপাড়ার মোঃ ছব্বত আলীর ছে‌লে মোঃ মাহবুর রহমান(২০), পিতা-মোঃ ছব্বত আলী। 

গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status