ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৭ অগ্রহায়ণ ১৪৩১
মার্টিনেজের পরে বাংলাদেশে আসছেন ডি মারিয়া!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 August, 2023, 11:18 AM

মার্টিনেজের পরে বাংলাদেশে আসছেন ডি মারিয়া!

মার্টিনেজের পরে বাংলাদেশে আসছেন ডি মারিয়া!

কিছুদিন আগেই বাংলাদেশে ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার দলটির তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া বাংলাদেশে আসবেন বলে গুঞ্জন উঠেছে। এদেশের সমর্থকদের জন্যই একবার ঘুরে যেতে চান ডি মারিয়া, এমনটিই জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।


মঙ্গলবার (৮ আগস্ট) ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে অ্যাঞ্জেল ডি মারিয়ার এশিয়া সফরের বিষয়ে খবর প্রকাশিত হয়। যেখানে বলা হচ্ছে, আসন্ন দুর্গাপুজায় ভক্তদের আনন্দে মাতাতে ভারত সফর করবেন আর্জেন্টাইন তারকা। তবে ভারতে যাওয়ার আগে বাংলাদেশে আসতে পারেন ডি মারিয়া। 


সংবাদ প্রতিদিনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক খবরে বলেছে, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে এমিলিয়ানো মার্টিনেজ ভারতে এসেছিলেন। এবার তারই হাত ধরে আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া আসতে চলেছেন। সবকিছু ঠিক থাকলে দুর্গাপুজার ষষ্ঠীর দিনে কলকাতায় পা রাখবেন তিনি। তবে তার আগে বাংলাদেশে ঝটিকা সফরে যেতে পারেন আর্জেন্টাইন তারকা।

ওই খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশ সফরের বিষয়ে ডি মারিয়া বেশ উচ্ছ্বসিত। যদিও এখন পর্যন্ত সবকিছু কেবল আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। তবে প্রিয় তারকাকে পেলে বাংলাদেশসহ ভারতের আলবিসেলেস্তে সমর্থকেরা আনন্দে ভাসবেন, এটি হলফ করে বলাই যায়। ধারণা করা হচ্ছে, আগামী ২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে কলকাতায় পা রাখতে পারেন ডি মারিয়া।


এ দিকে ভারত সফরের আগে গত ৩ জুলাই বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু তিনি বাংলাদেশে আসলেও সাধারণ ভক্তরা একনজর প্রিয় তারকাকে দেখতে পারেননি। তাতে ক্ষোভও প্রকাশ করেছিলেন তারা। এবার কোনো তারকা আসলে যেন বিগত ঘটনার মতো না হয়, এমনটি আশা করেছেন আর্জেন্টাইন ভক্তরা। 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status