শাহবাগের রাস্তায় নারী কাউন্সিলরকে অচেতন অবস্থায় উদ্ধার
নতুন সময় ডেস্ক
|
![]() শাহবাগের রাস্তায় নারী কাউন্সিলরকে অচেতন অবস্থায় উদ্ধার মঙ্গলবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, জরুরী বিভাগের চিকিৎসক তাকে পাকস্থলী পরিষ্কার করার পর মেডিসিন বিভাগে ভর্তি দেন। তিনি বলেন, কিভাবে সে অচেতন হয়েছেন, কেউ কোনো খাবারের সঙ্গে কিছু খাইয়েছিল কিনা, না কোনো অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে তা কিছুই জানা যায়নি। তিনি সুস্থ হলে জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসা লোকজন কিছু বলতে না চাইলেও তার ভগ্নিপতি মিজানুর রহমান জানিয়েছেন, রোকসানা আওয়ামী লীগের কোনো মিটিংয়ে গিয়েছিলেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |