ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
ডিপনেক পোশাকে বেরিয়ে আসছে অঞ্জলি অরোরার ক্লিভেজ
প্রকাশ: Tuesday, 23 May, 2023, 11:01 PM

ডিপনেক পোশাকে বেরিয়ে আসছে অঞ্জলি অরোরার ক্লিভেজ

ডিপনেক পোশাকে বেরিয়ে আসছে অঞ্জলি অরোরার ক্লিভেজ

সম্প্রতি অঞ্জলি আরোরা একটি ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, একটি কালো রঙের পোশাক পরেছেন তিনি। কালো রঙের পোশাকটি পড়ে তাকে দেখতে ভারী সুন্দর লাগছে। পোশাক একটি বৈশিষ্ট্য আছে পোশাকের গলাটা এতটাই নিচের দিকে নামানো যে স্তনযুগল প্রায় খানিকটা বেশি করেই ওপরদিকে উঠে এসেছে। তিনি আধশোয়া হয়ে সোফায় বসে আছেন, তাকে ভীষণ দেখতে ভালো লাগছে সবচেয়ে সুন্দর লাগছে, তার হেয়ার স্টাইল। ছোট ছোট চুলে তাকে একেবারে পুতুলের মতন লাগছে।

ডিপনেক পোশাকে বেরিয়ে আসছে অঞ্জলি অরোরার ক্লিভেজ

ডিপনেক পোশাকে বেরিয়ে আসছে অঞ্জলি অরোরার ক্লিভেজ

কালো পোশাকের নিচে বাঘছাল প্রিন্টের স্কার্টও কিন্তু বেশ নজর কেড়েছে কালো পোশাকের নিচে এমন ঝলমলে প্রিন্সেস কার্ব করলে তা তো সকলে পড়বে।

ডিপনেক পোশাকে বেরিয়ে আসছে অঞ্জলি অরোরার ক্লিভেজ

ডিপনেক পোশাকে বেরিয়ে আসছে অঞ্জলি অরোরার ক্লিভেজ

মাঝেমধ্যেই তিনি স্বল্প পোশাকে সকলের সামনে হাজির হন কখনো শাড়ি পরে কখনো মিনি স্কার্ট পরে কখনো গাউনপুরে সকলকে তিনি দাগ লাগিয়ে দেন।

ডিপনেক পোশাকে বেরিয়ে আসছে অঞ্জলি অরোরার ক্লিভেজ

ডিপনেক পোশাকে বেরিয়ে আসছে অঞ্জলি অরোরার ক্লিভেজ

বাদাম বাদাম গান নেচেই তিনি এক সময় সকলের মন জয় করেছেন।

ডিপনেক পোশাকে বেরিয়ে আসছে অঞ্জলি অরোরার ক্লিভেজ

ডিপনেক পোশাকে বেরিয়ে আসছে অঞ্জলি অরোরার ক্লিভেজ

একটার পর একটা ভিডিও বানিয়ে তিনি পৌঁছে গেছেন তার অনুরাগ এদের কাছে।

তবে খোলামেলা পোশাক পরেন বলে অনেকেই অনেক কথা বলেন, অনেক নিন্দা করে তবে সে সমস্ত কথায় খুব একটা পাত্তা দেয় না অঞ্জলি, যারা তার ভীষণ অনুরাগী তারা যদি তার instagram পেইজে গিয়ে একটু ঘোরাঘুরি করেন তাহলেই দেখতে পাবেন তিনি এমন অনেক কিছু ছবি শেয়ার করেন যা তার জীবনযাত্রাকে বোঝায়।

ডিপনেক পোশাকে বেরিয়ে আসছে অঞ্জলি অরোরার ক্লিভেজ

ডিপনেক পোশাকে বেরিয়ে আসছে অঞ্জলি অরোরার ক্লিভেজ

মানে তিনি কি খাচ্ছেন তিনি কি করছেন তার প্রশ্নটিকে তিনি ঠিক কতটা ভালবাসতেন বা তিনি জিমে গিয়ে কিভাবে ঘাম ঝরাচ্ছেন অথবা তিনি বাড়িতেই বা কিভাবে সময় কাটাচ্ছেন, সমস্ত খুঁটিনাটি তার ভক্তরা কিন্তু জানতে পেরে যায়।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status