|
বিকিনি পরা ছবি পোস্ট, ট্রলের শিকার ঋতুপর্ণা
নতুন সময় ডেস্ক
|
![]() বিকিনি পরা ছবি পোস্ট, ট্রলের শিকার ঋতুপর্ণা ছবিতে গোলাপি বিকিনিতে স্পষ্ট বিভাজিকা, একমুখ হাসি নিয়ে ছবিতে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিট দ্য হিট’। সঙ্গে লেখেন, ছবিটি পুরনো। সাম্প্রতিককালে তোলা মোটেও নয়। এরপরেই শুরু হয় কটাক্ষ। ![]() বিকিনি পরা ছবি পোস্ট, ট্রলের শিকার ঋতুপর্ণা ক্ষেপে গিয়ে কাকে ‘ছোটলোক’ বললেন অনন্ত জলিলক্ষেপে গিয়ে কাকে ‘ছোটলোক’ বললেন অনন্ত জলিল সেলিব্রেটিদের নিয়ে ট্রল বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। হলিউড, বলিউড, টলিউড থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে অনেকবারই নেটিজেনদের ট্রলের মুখে পড়তে হয়েছে । এই নিয়ে প্রকাশ্যেই বারেবারে প্রতিবাদ জানিয়ছেন নায়ক-নায়িকারা। অনেকেরই মতে, অভিনেতারা নাকি ‘সফট টার্গেট’– এমনটাই মনে করেন সাধারণ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ট্রলকে এড়িয়ে চলারই চেষ্টা করেন তারা। ঠিক যেমন এবারেও করেছেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
